শিরোনাম
অদ্য ১৬/১১/২০২২ খ্রি. তারিখে "শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্প" এর আওতায় পরিবেশ অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর বিধিমালা লংঘনের দায়ে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার দেউন্দি মোড় এলাকায়
বিস্তারিত
অদ্য ১৬/১১/২০২২ খ্রি. তারিখে "শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্প" এর আওতায় পরিবেশ অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর বিধিমালা লংঘনের দায়ে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার দেউন্দি মোড় এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন হবিগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রিফাত আনজুম পিয়া এবং জনাব সাদিয়া আক্তার ।
উক্ত মোবাইল কোর্টে ০৮ (আট) টি যানবাহনকে মোট
১১,০০০/- (এগারো হাজার) টাকা জরিমানা ধার্য্য ও আদায় করা হয়। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব আবুল মুনসুর মোল্লা । এ সময় শব্দদূষণ সংক্রান্ত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।