আজ ২৮/০৩/২০২৩ খ্রি: তারিখ বুধবার পরিবেশ অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসন হবিগঞ্জের নেতৃত্বে সদর উপজেলার চৌধুরী বাজার এলাকায় সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টে নিষিদ্ধ পলিথিন মজুদ রেখে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫(সংশোধিত ২০১০) এর ধারা ৬(ক)লংঘন করার অপরাধে ০১(এক) টি প্রতিষ্ঠানকে ১৫০০/-টাকা জরিমানা করা হয় এবং প্রায় ৬০০ কেজি নিষিদ্ধ জব্দ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে নিষিদ্ধ পলিথিন সংক্রান্ত লিফলেট বাজারের প্রত্যেক দোকানে দোকানে বিতরন করা হয় এবং সকলকে পলিথিন ব্যবহার না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস