অদ্য হবিগঞ্জ জেলার ধুলিয়াখাল বাইপাস এলাকা ও হবিগঞ্জ নতুন বাস স্ট্যান্ড এলাকায় গাড়ীতে অবৈধ হাইড্রলিক হর্ণ ও কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।উক্ত মোবাইল কোর্টে অবৈধ হাইড্রলিক হর্ণ ব্যবহারকারী ৬টি যানবাহনকে ১১,৫০০/- টাকা ও কালো ধোঁয়া নির্গমনকারী ১ টি যানবাহনকে ৩০০০/- টাকা সর্বমোট ১৪,৫০০/- টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন হবিগঞ্জ জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব তাসনিম জাহান ও সাদিয়া আনজুম পিয়া এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক জনাব আবুল মুনসুর মোল্লা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস