আজ ০১/১০/২০২৪ খ্রি: তারিখ মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসন, হবিগঞ্জের সিনিয়র সহকারী কমিশনার, জনাব মোঃ রুহুল আমিনের নেতৃত্বে সদর উপজেলার কালিবাড়ি রোড ও বানিজ্যিক এলাকায় সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টে নিষিদ্ধ পলিথিন মজুদ রেখে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫(সংশোধিত ২০১০) এর ধারা ৬(ক) লঙ্ঘন করার অপরাধে কালিবাড়ি রোড এলাকায় অবস্থিত সুপারশপ ‘স্বপ্ন’ ও বানিজ্যিক এলাকায় অবস্থিত সুপারশপ ‘বনফুল (গাউসিয়া এন্টারপ্রাইস)’ প্রতিষ্ঠানের প্রত্যেককে ২০০০/-টাকা করে মোট ৪০০০/- টাকা জরিমানা করা হয় এবং প্রায় ৩৪কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। উক্ত মোবাইল কোর্টে পরিবেশ অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক, শ্রী হরিপদ চন্দ্র দাশ প্রসিকিউশন প্রদান করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে নিষিদ্ধ পলিথিন সংক্রান্ত লিফলেট জনসাধারণের মাঝে বিতরণ করা হয় এবং সকলকে পলিথিন ব্যবহার না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS